ওরা গা শহরের চাঁদমুখি গোলত-
নিজেকে ভাবে সুশিখিতা বলদ;
ভুলে গেছে অনডা পারা-
গরম জল ঢালার স্রোত!
তবুও ওরা উচ্চুমানের সভ্যতার চলৎ;


উঠতে- বসতে ভুল হয় না গোলত
হায় তিলকতমা শহর নাচে ঝলক-
অতঃপর নিজের গন্ধ তুলে বলক
উত্তর দক্ষিণ পড়ে না পলক-
এই বুঝি মিছিলের হলো সড়ক।
১৫-০৪-১৮
======