কি সংসার দিলা গুরু
ক্রোধহিলাই করে গৃধু!
ডানে দেখি -বায়ে দেখি
মাটি চন্দন দেহে মনোহিংসে
জ্বালায় যে অনল-
জানি না গুরু-


সেই অনলে পুড়ি দিবানিশি
সংসার সুখের ছল-
শুধুই কি সংসার দিলা গুরু;
চক্ষু দিলা -মনও দিলা আর
দিলা জ্ঞান বৃদ্ধি বিবেক!


তবুও তারা সুখ শান্তি মরণ
ভুলে গিয়ে করে ক্রোধহিলাই
গৃধু -কি সংসার দিলা গুরু
কি সংসার দিলা গুরু ।
২৪-০৭-১৭
-------------