=======================
রাঙা আকাশ আছে বলেই
বজ্রপাতের সাথে সাথে মৃত্যুর আলিঙ্গন-
জলমাটি আছেই বলেই
ফুল ফল আবার নতুন করে ফুটে অঙ্গীনায়;
এতো রঙিন রঙধনু মেঘ-
নদীর বুকে স্রোতের থৈ থৈ জোয়ার ভাটা
কিন্তু দেহের ভাজে ভাজে-
গন্ধপোড়া ছাই জেনো উড়া লীলাকেত্তন !
ঝড়বৃষ্টি দৃষ্টিবিরল আতঙ্ক-
সীমানার অতীত বেয়ে নিশ্চিত আর্তনাদ।
২৩-০৪-১৮
=========