=========================
এ কেমন পরিস্থিতির খেলা,
ভুলে যাচ্ছি জন্মসূত্র; শুধু বেড়েই চলছে-
নতুন বংশ পরিচয়- অথচ কি এমন উগ্রবাদী
অস্থির সময়ে অভিনয় করে করে
হাঁটুজল অনুভব নেই।


কেমন নদীমাতৃক শঙ্খচিলের মেঘ;
আপন পুজার ঘর ডুবে যাচ্ছে অপরূপ সৃষ্টির
ঘৃণাতক সুত্রাবলীর পর ভেঙ্গে ভেঙ্গে-
অথচ ঘুমপাড়ানির শূন্য পালক ভাসছে।


তবুও এ কেমন অভিনয় করছো?
শুধু কি এক গলা জলশূন্য যন্ত্রনাময়-
তবে জন্মসূত্র একাকার উত্তরসুরি ঘাসফড়িংর
আনাগোনা- তারপরও অনুভব নেই বুঝি!
অতঃপর দৃষ্টিকেও ভুলে যাচ্ছে-
এ আমার অস্থিরতার অব্যয় জন্মসূত্র-
কিংবা খেলা ঘরের মেলা।


১৪ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ২৯ ডিসেম্বর ১৯
------------------------------------------