=====================
কি নিয়ে আসবো দ্বারে-চাঁদ তো উঠেনি
পূর্ণিমাতে যতটুকু ঝিকিমিকি দেখেছিল-
চারপাশটা করে শুধু অমাবস্যার রাত !
তবুও এক ঘাটের জলস্রোত নদীর বাঁক
খেলেছিল কত ঘাসফুল,জোনাকি,জলপাই
পাতার বাঁশি, সব আজ মার্জনার সুর
তাও তো ভুলেনি চূড়াকোঁটায় উড়া মেঘ;


ইটভাটার তাপহর নিয়ে মিশতে ইচ্ছে করে
ঠিক ঈদানন্দের মতো? যত অনুপ্রাস যাক ছুঁয়ে
সুখময়ী চাঁদের সব অভিমান, অনুরাগ নিয়ে-
যেনো হিংসাপুরীর দেশ -কিছু বুঝে না- একই
সীমান্তে চলে আসা বাতিঘর জুড়ে শূন্য আসমান
যদি আবার ছোঁয়া পায় একমুঠো মাটি- চাঁদ কি
হেসে উঠবে অমাবস্যার মুখে আলোকিত হয়ে।
২৩-০৭-১৮
--------------