একটা বলাকা বক নীলাকাশে
উড়তে যায়-
মৃত্তিকার রঙ যেখানে সেখানে
রাঙাতে চায়;
ওখানেই শুধু দৃশ্য বিরল !


তবুও বলাকা বক তীব্র নেশায়
আবার চায়
খালবিল ঝিল, শিশির ভিজা
নেংটা পায়-
যেখানে সরিষা মাঠ।
ফিরলে বুঝি হয় তো সবই পাবো
কিন্তু একটা সুবাস মাখা
গন্ধ উদ্দাস আর পাবো না ?
শুধু শোকবহ;


মৃত্তিকার রঙ- সেও হয় তো
হয়ে যাবে দৃশ্য বিরল-
বলবে না- পূর্ণিমার ছুঁই- ছুঁই
কোন কথন!
ওখানেই শূন্য চিরনতুন চল- চল
আবার যাই নেংটা পায়।
১৬-০৯-১৭
=======