একটা সোজাসুজি নিয়মে এসে দাঁড়িয়েছি-
কোন মেঘ নেই- তবুও গড় গড়িয়ে বৃষ্টি;
হাজার কোটি বাঁধ দিলেও, বাধা মানছে না;
নিয়তির নোনাটে ঘ্রাণের স্বাদ, জীবন সংসার
এতটাই সত্য! মিথ্যার কোন ছায়া নেই-
ভেঙে পরতে পরতেই মেনে নেয়াটাই উত্তম-
অথচ নিয়তির নিঠুরতা এভাবেই খেলে যাচ্ছে!
শেষ দৃশ্য সম্মুখে দাঁড়ায়! ক্ষীণ সময় বড় অসহায়-
ঘুরে ফিরে ঐ নিয়মেই ঘুমায় শুধু অবিরত।


১১ আশ্বিন ১৪২৮, ২৬ সেপ্টেম্বর ২১