===================================
কোন লাজ লজ্জা নেই, যেনো রাস্তার বনফুলের মতো,
আজকাল দেয়াল কিংবা বই পুস্তক শুধু রঙিন কবিতার প্রতিচ্ছবি
যেখানে সেখানে বমি অথবা শিমুল ঝরা পাঁপড়ির ক্ষত বিক্ষত-
উঠানের কুকুরগুলো কতই বা ঘ্যাঙ ঘ্যাঙ করো বা করবে
তার চেয়ে বরং হায়নার দলে যাওয়াই ভাল- কিছু তাজা রক্ত
পান করা যাবে- তবুও কবির কবিতা চুপ- কৃষ্ণচূড়ায় কিংবা
ছাঁদনাতলায় আর বৃন্দাবনের ঘরপুড়া মন জঙ্গল জনসমুদ্র
অতঃপর এ লজ্জার অবশকাল দেখে নিও শুধু ঘৃণা আর ঘৃণা ।


০৬ কার্তিক ১৪২৬, ২২অক্টোবর ১৯
-------------------------------------