==================
সেই দিনের মনটা
আর আজকের মনটা-
সেইদিনের মতোই যদি হতো-
ফুল বিছানো মাঠ গো
ঘুম হারানো সুখে- বুড়ো বলে
থাকতো না পিচে গো
বুড়ো বলে থাকতো না মিছে ।


সেইদিনে প্রণয়ের
বড় অভাবছিল সত্যিই-
তবে রাখলে না প্রণয়চিলে-
কোন সে দূরে যাচ্ছিই;
চিনা জানার মাঝে যদি
মানুষ রূপের গুণ কি ভাবছি-
এদিন সেদিন সমগুণে
হতো না-ঝর্ণাধারার অপরাধী;


সবুজে সমাহার ছিল-
সাদা কালো মেঘও ছিল-
সরলসিদা- নদের কাদা,
দেখলে না কি যে মিঠা-
দেখেছি যন্ত্রনা নামের
নিমপাতা আর পুড়বো না-
এদিনের কোন পূর্ণিমা-
সেদিনের বুড়ো পথের মিশে।
২৪-১১-১৮
-------------