=============================
ভাল লাগার মানে কি টুনটুনির বাসা বাঁধার মত!
আর লোভ তাহলে কি জনসমুদ্রে ঢেউ খেলা;
তবে একই ভাবছি কারণ দু’য়ের মাঝে আদর্শ নাই।


আদর্শ মানে গাড় তেড়ার মত নয় সেখানে বিনম্র
শ্রদ্ধার সুবাস থাকবে অথচ দলছুট হিংস্র পশুর মত-
তবুও ছুটে বেড়ায় কিছু পাওয়ার আশায়- আদ্য শ্মশান;


যখন বন্যপ্রাণীর তৃষ্ণা মিঠে যায়, ফিরে আসে বেদনার
অশ্রুসিক্ত খুলা জনসমুদ্রে- লোভ আর ভাল লাগার
সীমান্তে একাকার অতঃপর আদর্শ হও- আদর্শ চাই।


২৩ আষাঢ় ১৪২৬, ০৭ জুলাই ১৯


---------------------------------