=====================
কি আফসোস- গাছের গুড়া অথবা মাথায়
সমস্ত ভাবনার মেঘগুলো গুড়গুড় করে-
ঐ দুটি কাজল চোখে জল গড়াবে কতদূর?


আঙ্গীনা থেকে পুকুর- পুকুর থেকে বিল-
বিল থেকে নদী কিংবা চূড়াগঙ্গা মহাসমুদ্র-
জলহীন ভাসমান আফসোস- কাজল চোখ
তবুও সাজতে জানে না কেউ, কমলিলতা
বকুল ঘ্রাণের মতো শুধু মাটিতে নিঃশ্বাস;


হায় আফসোস ! রইল না গোলাপের পাঁপড়ি
কিংবা ঝরা পাতার অঙ্কুরহীন ভিজা ডাল।
২৯-০৮-১৮
----------