শীতল গাছের নম্রতার অর্থ কি?
বুঝার এতটুকু ছায়ার সমতা-
বিশ্লেষণ পায় না বিবেকের বিনম্রতা;
তবে কি ক্ষমতার নিঠুর পাতিলপুড়া নগ্নতা-
নম্রতার প্রচ্ছেদ প্রকাশ করলেই বুঝি
চেপে ধরে অসম্ভব ক্ষমতা-
আহা মালিক ! বাড়িওয়ালা !
প্রভুত্বের রুপবান আর-
আমি পাট সিন্টাওয়ালা- আহা বাড়িওয়ালা!
স্বার্থের পোচা মুলের হচ্ছি ঝালাপালা-
ক্ষমা কর ত্রিধরণীর আসল সৃষ্টিকর্তা-
নম্রতা দাও যত অহংকার আর ক্ষমতা।
১৫-০৬১-৭
-------------