===========================
পাখিরা হাসতে না জানলোও আনন্দ করতে পারে
ডালে বসতে পারলোও, ডাল ভাঙতে পারে না- না;
অথচ আমরা হাসতে জানি, ভাঙ্গতেও জানি বেশ-
তবুও পাখিদের মতো হতে ইচ্ছে জাগে- যখন- তখন;
কিন্ত পারি না- কারণ আমাদের দৃশ্যময় বোধহীন
অহমিকার জল নদীতে ঢেউ তুলি খুব-ঢেউ তুলি খুব-
পাখিরা জল সাঁতার না জানলোও- জলে ডুবে মরে না
অতঃপর পাখিদের এতটুকু অহমিকা নেই- নেই।

১০ অগ্রহায়ণ ১৪২৬, ২৪ নভেম্বর ১৯
----------------------------------