=========================
সকাল পুহাতে আগুন, উঠানে আর খরকুটা নাই
তবুও চলছে মাঘের গায়ে এতটুকু উষ্ণতা দৌড়!
ওদের গায়ে বুঝি খরকুটা মুছে গেছে আঙ্গিনা-
আছে কিছু পুরাতন ছালা- তাও ছিড়া জরাজীর্ণ
তাই দিয়ে শীত উষ্ণ দৌড়ের প্রতিযোগিতার খেলা।


অপেক্ষায় থাকে শুধু রবির একটু আদর পেতে
তাও অনেক দেরিতে উঠে আসে রবিবর উত্তাপ
কপালপুড়া শরহ শীতে কয়েক ধরা খানিক- তবুও
যাচ্ছে কেটে মাঘের পিঠে বেঁচে থাকার আশাসে-
এই শীতে শুধু খরকুটা নাই রে খরকুটা যে নাই।


০৬ মাঘ ১৪২৫, ১৯ জানু’১৯
--------------------------