======================
প্রতিদিনের ন্যায় বেরাঙা রাস্তার মোড় !
উত্তর দক্ষিণ মুখমুখি রঙিন গাড়ির দৌড়;
সময়ের উল্টো চাকায়
কি আর্তনাদ ভোর-
তবু মাঝে মাঝে বিভোর চোখ,
দুস্বপ্নের দেয় উকি।


চায়ের কাপে ধূসর ঘ্রাণ আর ঘ্রাণ
বর্ণমালার প্রেম ঊষর প্রাণ
বকুলতলায় ধোঁয়া মেঘের মুখর
যেনো আকাশ মুখি ফু -
যাচ্ছে উড়ে- যাচ্ছে ধোঁয়া একচিন্তা বেসে উহু!
অতঃপর সেই মোড়
সেই বকুলের ঝরে যাওয়া মালা।
২৬-০৫-১৮
-------------