===================
বহমান জীবন নদী থমকে গেছে
আলোক চিত্রে ঝলক মারে-
তবু যুগের হাওয়া বিবর্তন সরে গেছে
ইতিহাসে শুধু নাম লিখতে চায়
বালুচরের পাতায় পাতায় লেখে যাক;
একদিন ধুয়ে মুছে পবিত্রতা হবে;


কিন্তু ইতি কথার মিছিল হবে ভিন্ন-
নর্দমায় মিশে যাবে গন্ধ ভরা চিহ্ন;
নীরব কথা হবে কি আর শুনা
শূন্য হাওয়াতে ভাসিয়ে দিলাম-
মেঘ শিশির জমা -তবুও নদীর
বহমান থামে না দক্ষিণা বাওয়া-


জীবনটাই এক বিষ মাত্রা ইস
শেষটা হয় ধূলির সাথে মিলেমিশ-
অতঃপর একদিন পবিত্র হবো।


১৭ মাঘ ১৪২৫, ৩০ জানু’১৯
--------------------------