===================
আকাশে তারা নেই- চাঁদও নেই-
নেই সূর্যের ঘাম ঝরা তাপ!
তবুও আকাশে দুচোখ আধার-
দেখো ঘনঘটা অদৃেশ্যের নৈঃশব্দ মেঘ;


সুতরাং ছুটছে কিছু পাওয়ার আশায়
নয় তো কিছু দেওয়ার নেশাায়-
নিশ্চয় একদিন তারা দেখবে- চাঁদ ছুঁয়বে;


এ তোমার প্রেম,নয় তো কবিতার ছবি
নীল পাখিদের একটু একটু গান শুনবি-
অতঃপর আমি তারা নই- চাঁদও নই!
সবই হবে হবে সবই তোমার একদিন-
মেঘের ঝড় কিংবা গলা ভিজা শ্রাবণ!
শুধু তোমার আকাশ জুড়ে একদিন।


২০ ফাল্গুন ১৪২৬, ০৪ মার্চ ২০২০
--------------------------------