===================
সবাই ন্যাড়া তাই- যাই বেলতলাই
বেলতলা বড়ই সুখ, অবুঝ ন্যাড়া-
কোনটা ভাল -কোনটা কালো
চোখের পর্দায় শুধু ঝাঝল- তবুও
দাদা ন্যাড়ে বলে কথা- বৃদ্ধিতে
কে কার কথা শুনে শুধু যে বেড়া।


ওরে তোরা মানুষ হও না বা নির্বোধ
বোধে বোধে চাচাত ভাই- বোনটা তাই
গেলো কোথায়-ওরে তোরা মানুষ হও;
জগৎ ধুলাই- মগজে একি শুধু মলাই!


তবুও কি বুঝলি- না রে না কোনটা মানুষ
কোনটা নির্বোধ- ভূতের ঘাড়ে দিলো দোষ;
অতঃপর ন্যাড়া পিছন দিয়ে বেলতলাই যাবে-
খুঁজি না কে কার মাঝে লুকিয়ে আছে নির্বোধ
ন্যাড়া ভাই ন্যাড়ে একটু খানি লোভ- পুকুর
পারে ডুব আক্কেল বে অক্কেল নাই রে নির্বোধ।
০৫-১২-১৮
----------