=======================
ইট দেখে কি ভাবো ! সেতো আগেছিল
তোমার উঠানে ফুল বাগানের মাটি কিংবা
প্রণয় পথের হেঁটে যাওয়ার মাটি- তাই না
কিন্তু পুড়ে পুড়ে বানাছো লাল একটা ইট;


হয়তো কার অট্রালিকার দেয়াল হবে কারো
বা কবরের স্মৃতি চিহৃ হয়ে যাওয়া নিশি গভীরে ইট।
আমাকে দেখে কি ভবো সেই ইট ! নাকি নর্দমার
জল, নাকি দাজ্জাল, মানুষ ভাবতে পারো না;


কেনোই বা ভাববে নিজের মাঝেই তো--
হয় তো একদিন থাকবে না ইটের চিহৃ শুধু
সমাতল মাটি আর মাটি তখন কি করবে
কি বা ভাববে বুকের পাথরটাকে ড্রাজার মেশিনে
পিঁচে নিয়- সমস্ত ভাবনা একে একে রঙিন
ফুল হবে তখন একটা ইটকে ভাবও।
১৪-১১-১৮
------------