=========================
জন্মের পরে একটা নামের সুবাস ভাসতে থাকে
কেউ বা আবার মধু সুরে সেই নাম ধরে ডাকে!
অথচ একটা নাম লেখা সহজ কাম্য নয়;
হাজারও বর্ণের রঙ ছড়া নাম জানাজানি-
কিন্তু একটা নাম লেখা মানে মৃত্যুকে উপেক্ষা করা
কিংবা করতে হয়, তবুও নাম লেখা হয় না-
এতো সামনে বিভীষিকাময় অন্ধকারে চোখ ছায়া;
অতঃপর নাম লেখা তাঁর হলো না জানা,
শুধু অমরত্ব চাওয়াটাই জেনো দক্ষিণা জানালা;
জানালার পাশে দেখতে পাও ছোট একটা নাম লেখা।


০৩ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ১৮ ডিসেম্বর ১৯
---------------------------------------