====================
একটা সেকেন্ড যেন রাতের আর্তনাদ
একটা দিন যেন বর্ণহীন- অমলিন!
ভেসে যাওয়া ধূলির রাণী- এক মেঘের
চন্দ্র তারা -মাটির পুসকুনি ঢেউ রঙিন;
তবুও পাখিদের রৌদ্রাজ্জ্বল খেলা।


এই বুঝি দীর্ঘশ্বাসের মেলা- পদাঙ্ক শূন্যে
হেঁটে চলে যায়- সময় অসময়ের বেলা-
অথচ আফসোস ক্ষীণ জলতরঙ্গের পালা!
কোথায় হারিয়ে যাই দুর্বাঘাসের মালা
কে পড়বে বেলা শেষে বর্ণখেলার জ্বালা।


আমায় রাখ ঘ্রাণবাতাসে- নয় তো চন্দ তারা
অবয়বের ঝিলমিল দৃশ্যবিরল ক্ষীণ রাত।


০৮ মাঘ ১৪২৫, ২১ জানু’১৯
---------------------------