=====================
আকাশে মেঘ নাই- কোন রঙধনু নাই-
কি করে বুঝবে সে জলমাটির ভরাট মন;
নীলপ্রকৃতি- সবুজ মাঠ দুচোখে দৃষ্টিপাত
তবুও আকাশ রৌদ্রপোড়া খাঁট;
জমাট শুধু একটুকরো প্রণয় খরা মাঠ।
কখন শঙ্খমেঘ কখন বা কালো-
এই নিয়েই চলছে- ইটপাথর মন!
আর এখানে অন্তসীমানায় বজ্রাঘাত-
অতঃপর করতোয়া,ইছামতি,বাঙ্গালি,
যমুনার অথৈ প্রেমের জল ।
০৯-০৪-১৮
========