দেহের মধ্যে ভেসে যাচ্ছে-
শিল্প সাহিত্যের প্রেম নদ!
জোয়ার ভাটার খেলা, দুপায়ের
মাটি প্রতিনিয়ত খেলছে;
গন্তব্যহীন চো রাস্তার মোড়ে-
নীল আকাশ মাথার উপর
জ্বলন্তময় ইট ভাটার স্থান
রক্ত শিরায় শিরায়- ক্ষত ক্ষত
ক্যান্সারের আলামত-
তবু শিল্প সাহিত্যের আগামন-
প্রণয়ে নিঃশেষে তার মরণ।


৩০ কার্তিক ১৪২৯, ১৫ নভেম্বর ’২২