===================
নতুন একটা ভোর হলো-
নতুন রাতটা কেমন হবে?
জানি- শীত আর শীত শুধু
উষ্ণতার খেলায় জয় আর পরাজয়;
হোক না নন্দিত মাঠ আর রঙিন ঘাট-
তবুও দুঃখটাকে ভাবছি না আর!
নদীর জল থাকুক না টলমল,
বয়ে যাক তেপান্তর।


তার চেয়ে বরং আফসোসটাকে
দৌড়াবো, লজ্জাবতীর গা বর্ষাই
ভেজাবো! হয় তো বসন্ত ছুঁয়ে যাবে-
সাদা কাশবন কিংবা নীল জোছনা;
তবুও নতুন রাত আসবে ভোরের অপেক্ষা,
সবই যেনো স্বপ্ন আতস বাজির আওয়াজ-
অতঃপর ভাবছো বিদায় কি না কখনো না
বরং এভাবেই সৃষ্টি কর আলোকিত পথ।  


১৭ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ০১ জানুয়ারি ২০
-----------------------------------------