=============================
যে আকাশের নিচে কোন সবুজের মেলা নেই
ফিরতি গাঁয়ে ভেলা নেই –নেই কোন জলমাটির চিহৃ !
অথচ পর, থাকতে চাই না সেই আকাশ নীলে;


যে চাঁদের ঝিলিক নেই অমাবস্যায় শুধু আড়ি-
পলক আমি ফালাব না আর নিশ্বাসের নেই জুড়ি
তবুও আমি মাটি ছুঁয়েছি একমুঠোই খাঁটি।


সোনা রৌদে হাঁটি না আর মেঘ ছায়া বাতাস
আমি পোকা আমি বোঁকা শিশির ভিজা রিক্ত-
ভোরের চরণে সিক্ত- এই তো এলোমেলো ভাবনার খই!
অতঃপর কোথা যায়- কোথা পাই শূন্যতেই রই।
১৮-১১-১৮
-------------