রঙ্গমঞ্চে জীবনের রাস্তা মোড়!
কখন ধূলি বালির সাথে মিশে যাই!
জ্যামিতি কিংবা পরিমাপ
যন্ত্র কেউ হার মানায়;
কোন মেঘের বজ্রপাতে
পাড়াপড়শী জেগে উঠে না।
খিড়কি মনের দরজা জানালা বন্ধ-
রাগ অভিমানে সবই অন্ধ;
হয় তো কিছু ক্ষণের জন্য
পাড়াপড়শীদের বিবেক জেগে উঠবে-
কিন্তু মন আনন্দে স্পর্শ ছুঁইবে না
কারণ মাটির প্রেমেই শেষ; এই হলো
জীবন! চারপাশে অমাবস্যার মোড়।


১০ আশ্বিন ১৪২৯, ২৫ সেপ্টেম্বর ’২২