==========================
একটা কবিতার আবৃত্তি হবে বলে
তাজা রক্ত ঝরেছিল সেই দিন-
একটা গল্প রচনা হবে বলে একুশ
বাংলা মায়ের কুল হয়েছে!
একুশ আমার সাহিত্যের সোনালি বর্ণচূড়া
কবির সত্তা পেয়েছে।


আজও সম্মান করে থাকে উঁচু থেকে উঁচুতর
শুধু হিমালয় হারমানায়- অতীত, বর্তমান
এমনকি ভবিষ্যৎ; একুশ সম্মানিত করেছে
বাংলার আকাশ বাতাস- সবুজে সমাহার;
আমি- তুমি শুধু বিনম্র শ্রদ্ধার পুজারি ফুল!
এসো মহিমান্বিত করি আমাদের একুশ।


১৯ মাঘ  ১৪২৬, ০৩ফেব্রুয়ারি ২০
---------------------------------