বলতে পারো ভারহীন মানসীক
গাভীর পুষ্টি দুধে দিতে পারো ক্যান্সার অধিক-
তবুও স্বার্থের এক কবিতার আবৃত্তি
থামবে না- থামবে না।
ভাবুনাতে রাস্তার মোড়ে মোড়ে -
একাকি কবির কবিতা
করতেও পারো চিকিৎসা আমজনতা
সদা প্রস্ত্তত হোক পূর্ণতা।


উত্তরটা আঙ্গুর রসে বসে-
আঁকতে পারে ছবির দুখ-
অতঃপর সমস্ত আমার আমিত্বে মানসীক
আছে কতটুকু বিবেক;
শুন্য নয় ধরনী, একমুঠো মাটির ভিজা বুক-
শুকাতে লাগবে না ক্যান্সা মুখে সুখ!
মধ্যবর্তী শহরের পিটে
আমি শুধু ক্যান্সার অসুক- অসুক।
০৬-১০-১৭
========