========================
এমনি এই নিয়তির গড়গড় আওয়াজ
ভীষণ অসহায়; হাসতে জানে নিঠুর বাতাস-
অথচ নিষ্পাপ ভাবে ঐ ফুলের সুবাস!
তারপর একদিন মিছিল হবে ঘর কোণা শুধু
আফসোস ঘাসের বুকে কিংবা তারার পানে
ঝিলমিল করা যেনো পূর্ণিমার সমস্ত রাত-
তবুও কাছে ফুটে সরিষা স্মৃতির ফুলদানি;
অতঃপর যদি পাও অভয় মৃত্যুর এমন স্বাদ।  


০৪ অগ্রহায়ণ ১৪২৬, ১৮ নভেম্বর ১৯
-----------------------------------