===============
ও সোনার তরী ভাসল না
ছলত ছলত জলের উপর-
সোনার তরী- এমনি করে
দিলি ফাঁকি; ঢেউয়ের ছুঁয়া!
বালুচরে ফুটল ফুলের গন্ধ ছাড়ি
ও সোনার তরী-ছলত ছলত
জলের উপর ভাসল না।


অভিমানে মন তরী ভাসল শুধু
আকাশ ঘুড়ি- ইচ্ছে করে একলা রাতে
তারা পানে ছুটে চলি- তোর দেশে,
বল না! হবে দেখা? ভাঙ্গতে অভিমানি!
শুধু ভালবাসার কায়া- চল না-
জলের সাথে রাখি মায়া।


কেন কষ্ট সোনার তরী মেঘের বৃষ্টি
বুনে লাভ কি- মাটি কাদার সাথে
সবুজ ঘাসে ঘাসফড়িঙ্গী;
হতে ক্ষতী কি? চিনের নেয়ার
ভাবগুলো প্রেমযমুনার ঘাটে
ঢেউ তুললে দোষ কি? হাজার আশাতে
এমন ভাবগুলো ভাসবে না।


০৬৭মাঘ  ১৪২৬, ২১ জানুয়ারি ২০
---------------------------------