==================
এ রক্ত জল, নদ নদীর ঢেউ
নিত্য ক্ষণ- খেলছে রে কেউ!
আর্তনাদ তুমি কানবন্ধ করে শুন
দৃশ্যবিরল চোখ বন্ধ করে দেখো-
ডুবে গেছো নর্দমায় সেকি মান;


মৃত্যুর ভয়- সবকিছু জলাঞ্জলি নয়
তবুও কবিতা আমার অকবি কয়
বিবেকের মাঠ নেই- অন্তর তৃষ্ণনা
যড়ন্ত্রের গন্ধ নেয়ার নাক নেই-
সুতরাং এ রক্ত আমার স্নন করে যাও
সুর বাধে গেঁথে যাও অমৃতত্বের গান।


০৫ কার্তিক ১৪২৬, ২১ অক্টোবর ১৯
----------------------------------