রঙ করা পুতুল কি মানবতা?
মানবতা এখন
মৃত্যুকেও ভয় পায় না
শুধু প্রতিতিহিংসার
হাত মন ভাবনা চিন্তা প্রবাহমান!
স্থলে জলে- বনে জঙ্গলে ‍শুধু
নিজের মৃত্যুকেও ভাবছে না।
মানবতা সভ্যতার কাছে হেরে গেছে;
মানবতা হতে পারে ভিন্নরুপ
অথচ মানব দেহের রক্ত,
রক্তের রঙ লাল ভিন্ন নয়-
তবুও মানবতার কথা বলে বলে
রক্তাক্ত করেছে আজকের সভ্যতা;
নীল সবুজ সাদা আকাশ মেঘ,
এ পৃথিবীর জ্ঞানবিবেক সবই আছে-
তারপরও তোমার হাতে
আমার মরণ যেনো অনাকাঙ্খিত স্বপ্ন
বিধাতা আর কি করে ঘাটবে মৃত্যু;
০৫ জ্যৈষ্ঠ ১৪২৮, ১৯ মে ২১
-------------------------------