========================
এখন শুধু জগৎ ভূষণ শীত আর গরম
বেশ তো যুদ্ধ আর যুদ্ধ খেলার ঘরে নাই পরম !
কিছু অপেক্ষা ক্ষণ, কিছু রক্ত ঝরা ঘাম-
তাও কখন ঝরাপাতা কিংবা ভরাট খাল
আর কত রাত পোহানোর হবে সকাল;


উপেক্ষা করে শুধু ভাবনার্ন্তর শীত গরম
হিংসার টানে বেঁচে থাকার আহা কি শরম;
তবুও কিঞ্চিত রাখিস না এতটুকু স্মরণ
হতেও পারে মরণ- অকারণে চাও নরম-
না হলো জগৎ ভূষণ নাতিশীতোষ্ণ অঞ্চল।


১৬ ভাদ্র ১৪২৬, ৩১ আগস্ট ১৯
-------------------------------