আলোর চোখে অন্ধ সময়
কেউ কি ভাবে অন্ধর মাঝে দ্বীপশিখা!
আজকাল বরফ গলে যাচ্ছে-
ঘেমের মিছিলে বোবা আতর্নাদ!
অথচ অন্ধদের কত নিঠুর সময়;


বাতাস কান্দে মাটির কাদাযুক্ত লবণ
সত্যই কেই ভাবে না; সবই ব্যস্তমুখর
অতঃপর আলোর প্রণয়ে অন্ধকার
হিংসা, বিদ্বেষী শুধু কবর খুঁটি সবার
ক্ষমতার রক্তচক্ষু একে বলে অন্ধ সার।


১৩ ভাদ্র ১৪২৮, ২৮ আগস্ট ২১


সার> বৃটিশ সরকার প্রদত্ত খেতাববিশেষ সার যদুনাথ