দাও দাও করা আগুন দেখেছো? বলবে হ্যা
যেটা দেখেছো সেটা কয়লার আগুন;
মনের অনল দেখনি! যেনো অদৃশ্য ইটভাটা!
কথার বারুদ বুঝছো- বলবে হ্যা
সেই বারুদের কারখানা আছে নিশ্চয়, একেই
বলে মনহিংসার বারুদ, কখনো প্রয়োগ
করেছো, বলবে না; মিথ্যা বুঝও, বলবে হ্যা, সেকেণ্ডে
কতবার মিথ্যা বল? আশ্চর্য হয়ে যাবে-
তাই না- যাকে বলে রহস্যময় সময়,জীবনে সিন্ধু ডুবা
অতঃপর ভাবনার শেষ উত্তর জ্বলন্ত অনল।


১৫ ফাল্গুন ১৪২৬, ২৮ ফেব্রুয়ারি ২১
----------------------------------