============================
শস্য শ্যামল সমারহে দোলছে আর দোলছে
আহা কি দেখো ? কোকিল শ্যমা সালিকরা গাইছে গান;
সুর বেসুরা কণ্ঠ বাজছে নাচছে আকুল করে প্রাণ
অথচ কোথায় জানি প্রতিধ্বনির সুর আর
কে বুঝে? বাংলার মা মাটির প্লাবন চিড়ে আর্তনাদ;


ঐ চাঁদ উঠবে উঠবে বলে আর উঠলো না
তবুও অপেক্ষার এতটুকু কমতি নেই মেঘের বুক-
এ শ্যামল সমারহে বয়ে আনবে সম্যভরা সুখ
চাঁদ তুমি ক্ষীণ ভেবো না -না-এ তারার আলোই
উৎজীবিত হবে আর পৃর্ণিমায় শুধু রঙ ছড়াবে


ঐ পাখিরা উড়ছে আর উড়ছে অভয়রাণ্যে-
তারপর মা মাটির ধূলিকণা আনন্দেই উড়বে।
০৯-১২-১৮
-------------