================
আনন্দ বাজারে- চলছো তুমি
বেশী খুশি হতে- হাসতে হাসতে
বুঝ না তুমি- বুঝও বুঝ না তুমি
নিঃশ্বাস ফুরে গেলো কোন খানে-
সে তো অন্ধ কারাগড়ে- তোমার
বাতাসের ঘ্রাণ হাসতে না জানে।


চলচ্ছি আমি এ না হাট বাজারে
সদায় কিনিতে- সদায় আমার
হইল না কিনা- ও মন জান না-
সাদা মেঘের ভেলায় ঘুরাঘুরিতে
বিশ্বাস আমার থাকল পরে যে
শুধু আনন্দ বাজারের কারণে।


২৯ পৌষ ১৪২৫,১২জানু’১৯
--------------------------