====================
ভাবনার উৎফুল্ল দুটি চোখে শুধু
সাগর আর নদীর পার্থক্য খুঁজে!
কুল-কিনারা ভাটির এক ফুলকির সুখে-
তাও ফুরিয়ে গেছে সোনালি মাঠ জুড়ে;
অথচ কৃষ্ণচূড়ার ব্যর্থতা বকুলের কাছে সীমাবদ্ধ।


তারপর সবটুকু ঘ্রাণ দাঁড়িয়ে আছে দীর্ঘশ্বাস
এক টুকরো মৃত্তিকার কোণে দোলবে দুর্বাঘাস-
তবুও কষ্টিপাথর ঘষে ঘষে একফুটা সমপ্রণয় জল
ঝরে না- কেনো না -পার্থক্য আছে বলে-
অন্তঃসত্ত্বা সাগর আর নদী বয়েই চলছে।


১৬ বৈশাখ ১৪২৬, ‍২৯ এপ্রিল ১৯
-------------------------------