=====================
সর্বক্ষেত্রে বারাবারি মানে ঐক্যহীন পথ
বুঝতে হয় সীমানা কোথায় ? তারপর
একদিন স্বপ্নের সাথে খেলা করে- জয় !
না হলে শুধু অণুদেহী শহরে পরাজয়;


ভাবতে অবাক, ঝরে গেলো সোনালী পাতা
লজ্জার অঙ্কুর হলো ফুসফাস দীর্ঘশ্বাস-
তবুও ঐক্যহীন রাত- পূর্ণিমাটা অগোচর
কেটে যাচ্ছে, আর জোনাকির ভাস্বর;


ঘরে ঘরে পূজার বৃন্দাবন তাতেও সন্দেহ!
পথিকের গলায় শিমুল ফুলের মালা, কৃষ্ণচূড়ার
অণুদেহী- অতঃপর হোক না ঐক্যের অণুপ্রেমি।
১১-০৯-১৮
----------