=================
যে পথে অহমিকার ধূলি নেই
বিদ্বেষীর নর্দমা গন্ধ নেই-
কিংবা মাটির পুড়া ছাই নেই
শুধু রঙে রঙে রঙিন করেছে
রৌদ্রুজ্জ্বল পথ- চল সেই পথে
চল মন- মনু রে- খুঁজে পাবে
পথের দিশারি মন- মনু রে।


ভ্রমর কলির কুলে অলি হয়-
যে পথে ফুলেরা কথা কয়-
গন্ধহারা পাগলপারা পূণ্য সাজে রঙ-
যে রঙ গায়ে দেখায়
ঝিলমিল মাঠে ঘাটে সমহার!  
চোখে মুখে চমৎকার-
সেই পথে চল মন- মনু রে।


তোমার নিত্য বাতাস ক্ষীণকাল
বুঝো না- বন্ধ হবে চিরকাল-
সময় থাকিতে সু বাতাস বাও-
ধূলিবালি নর্দমা সব পরিস্কার হবে-
এই রঙ তামাসা পথের মাঝে পথ-
জোনাকির মতো আঁধারে জ্বলবে-
অনুভবে পথের দিশা মন- মনু রে।


২১ পৌষ অগ্রহায়ণ ১৪২৬, ০৫ জানুয়ারি ২০
---------------------------------------