আজও ঐখানে অনুভূতিরা বড় ভিক্ষারী
যদিও কোন রাস্তার মোড়ে,মোড়ে নয়-
ভিক্ষা চাইলোও এক বিন্দু শিশির ভিজা
কচুরপাতাও পাওয়া যায় না !


কারণ সাধন ভজন যে ব্যর্থের সন্ন্যাসী রূপ!
তবে আনন্দ উচ্ছ্বসের সীমানা প্রস্তর-
চাইলেই সাত মাথা কিংবা বিজয়স্মরণীর মোড়ে
থালা পাথা যায় -তাই না !


দক্ষিণা জানালার পাশে কত না স্মৃতিগুলা
তালপাতার বাতাসে শীতল হওয়ার ভিক্ষা দিবে-
আর শেওলা পড়ানুভূতির থাল ভরে যাবে-
তাতে আঁধার না নেমে আসে!
তবেই একদিন অনুভূতির অঙ্কুর ফুটবে।
২১/০৫/১৭
=======