===============
যত বার শুনি কপোত বুক্কন
তোত বার চির্কীষা-
তবুও নগ ভোর
অণিমা !


তুমি হঠাৎ পন্নগ আর বীক্ষণ
আমি পদব্রজে খুঁজি-
এক রাকা- ঐ হর্ম্য
অণিমা;


কখন পাবো তিতিক্ষা কলতান
হয়েছি মন্দ্র অনিমেঘ
ফুটেছে রসকলি-
শাদ্বল;


জিষ্ণু তামসী-কর না অজন
কেউ হয়নি জাতিস্বর!
শুধু গৈরিকবসনা-
অণিমা।
০৮-০৮-১৮
--------------
(এক কথায় প্রকাশ শব্দ দিয়ে বুনানোর কবিতা)