ভাবনার অজানতে দূরের চাঁদকে
এত বেশি ভালবাসতে নেই!
মাঝে মাঝে অপরাধি মনে হবে
জলের মতো ভাল না বাসলে
সে ভালবাসার কোন অর্থবহ হয় না;


ভাল লাগার মানে কিন্ত ভালবাসা নয়
আটার মতো লেগে থাকতে হয়
নিঘুম স্বপ্ন বুনাতে হয়
গোলাপের মতো ম্পর্শ করতে হয়
তাহলে ত ভালবাসা


কিন্তু এতকিছু জানার পরেও
অপরাধি মনে হয় কেনো
এ রকম ত ঘটেইনি অমাবস্যার রাত;
অথচ সমাপরাধ
স্বীকার করলে না অপরাধী।


০৮ আষাঢ় ১৪২৮, ২২ জুন ২১
-------------------------------