=====================
বার বার ভালবাসা কে অপমান করেছো,
তোমাদের কাছে ভালবাসার মূল্য অনেক;
অথচ শত বার অপমান সহে করে- করে
আমি ভালবাসা এতটুকু বুঝলাম কই!


আমি স্বার্থপর- জ্ঞানহীন আমার কাছে
কোন মূল্য নেই- আমি নাকি মূল্যহীণ হয়ে উঠছি
এক পথযাত্রী কিংবা ভয়ঙ্কর প্রলয়!


শেষটা কোথায় জানি না যেটুকু জানি
শুধু মৃত্যু আর মৃত্যু তাই না- বুঝেছি
এই এখন অথবা তখন-


তবুও ভালবাসার জন্য অপমানিত-
রাস্তার ধুলা বুঝায়- কুহক পাখির গান শুনায়-
অতঃপর কিছু বুঝি কতটকু অপমান।


২৮ ফাল্গুণ ১৪২৬, ১৪ মার্চ ২০
-------------------------------