===================
অপমৃত্যুর দেওয়াল গেঁথে গেলো,
জানলো না এতটুকু?
মেঘলা বাতাস এখনো ভারি-
সেই দিন কোন রাগ বা অনুরাগ ছিল না!
তথ্যের কিছু সত্যতা জানতেই
যত বর্ণের ঘাড়ে চাপলো ভূত;
বর্ণের এক একটা স্পর্শাঘাত
যেনো ব্যথায় কাতর রাত।


তারপর কিছু অনুরাগ নিখোঁজ হলো
অথচ সান্ত্বনার গড় গড় করা
একটা বাণীর গন্ধ ছড়েনি
ঐ পুকুর পার কিংবা সবুজ ঘাসে,
শিশিরে কোণায় কোণায়
জমাট বেঁধে গেলো রঙবিরল নদ;


ভারাক্রান্ত শুধু আইল পাথর কিছু
গাছের ডালপালা,মাটির ধূসর গন্ধ!
এমন কি অপমৃত্যুর ঘটেছিল!
ঘৃণা সর বর্ণগুলো জানলই না-
কি অবজ্ঞা? অতঃপর রাগ অনুরাগ
অভিমান ধুলই অবসরের কুটায় অপমৃত্যু।


১৭ ভাদ্র ১৪২৬, ০১ সেপ্টেম্বর ১৯
---------------------------------