====================
এমন ভাবনা কেউ ভাবি না-
দাদা দাদী- নানা নানীর কর্ম ভজন
কেউ দেখি না- কেউ বুঝি না;
কেমন করে বাড়ছে বয়স-
যাচ্ছে সময় ধর- পাঁকছে চুল দাড়ি
নুনে পরছে দেহ ঘর।


এমন সত্যকথা কেউ ভাবি না-
দিনকাল চলছে আপন ভেবে পর;
হাতের কাছে মৃত্যুর ডগর-
বুকের সাথে দোলবে টগর
কার গায়ে কখন কবে-
গন্ধ ছড়াবে মৃত্যু ভ্রমর।
০৬-০৫-১৮