নিজ দেহের ঘ্রাণ নেয় না
কারণ সুলভ সুগন্ধী পায় না-
অন্যের ঘ্রাণ খুব ইচ্ছা হয়
প্রাণ ভরে নিতে;
সচ্চরিত্রের গুণাবলি ভাবি না
অন্যে চরিত্রে দেখি দুনিয়া
এই হলো দেহ মন
পবিত্র ঠিকানা- তবু মাটির
গুণাগুণ বুঝি না, পিট বেকা
করি হিংস খুঁজি অন্যেরটা-
আর কত বৈরি ভাব;
সোজা হবে- মাটির নেই অভাব
সুন্দর ঘাস দোলবে, ফড়িং উড়বে-
পূর্ণিমা চাঁদ জ্বলবে, দক্ষিণা হওয়া
এভাবে শেষ আর কত।
০৬ ভাদ্র ১৪২৮, ২১ আগস্ট ২১