==============================
ঐখানে কেঁপে উঠে বিধাতা কিন্তু কেঁপে উঠে না মানুষ!
ফুলে ফলে শস্যে বিধাতার অথচ মানুষ নর্ন্দমায়-
এই চলা কি ভাল বলো ভাবছো বিধাতার তো মৃত্য নেই
তারপর সত্যই ঘটে মানুষের নিধন চিরনিত্যেই


রাস্তায় কিংবা নদীজলে সময় গড়ালে দেখতে পাও?
কি অদ্ভুত পাখির গান শুনো আর ধোঁয়া উড়াও-
মনখেয়ালে বুঝে না শয়তানের কতটুকু বসবাস-


অতঃপর বিধাতা কই মানুষে মাঝে করছে বিরাজমান;
সেই মানুষী বা কই? খুঁজে খুঁজে বালুচর- কাঁপা বর
একে বারে বোধময় সহনহীন আরও একটু ভাবো- ভাবো-
এমনে- এক্ষণে মাটির মধ্যে জ্বলাও পুড়াও বাতিঘর।
০৮-০৯-১৮
-----------