==================
দূর বদল আশাগুলো থাক না
ঝরা পাতার মতো
নড়বে চরবে, ঝরবে- উড়বে
এই বেশ তো!
আর কালনিশি ভাবনা
যেনো অন্তক্ষরণ মায়াবী জোছনা।


মেঠো পথের মাঝে কাঁটা
নয় তো লাল টুকটুকে গোলাপ!
তারপরও রয়ে যায় আশা-
এক বিল কচুরী ফুলের মতো;
তবুও বসন্ত ফাল্গুণ চিনা হলো না


সঙ্গগোপনে ছোঁয়ে গেছে কি?
আশার নামে ধোঁয়াশায় ফাঁকি-
সোনালি ভোর জাগে খুঁজে ফিরি
স্মৃতির মেঠোপথে এক রাশ বৃষ্টি
ঝরা- তবুও আশায় কেন বেদনা।


০৬ ফাল্গুণ ১৪২৬, ১৯ ফেব্রুয়ারি ২০
----------------------------------