=========================
আশ্বিনের যৌবন যেনো ভাদ্র মাসের প্রেম;
প্রেমের মাঝে থাকতেই পারে এতোটু উষ্ণ
শীতল গায়ে গেম- তবে শহর মুখে আশ্বিন
মানে না,ভাদ্র মানে না- এতোটুকু গরমে ফ্রেম;


যেখানে শীত করবে ছুঁই- ছুঁই- অথচ চৈত্র,
ভাদ্র পোড়া, গা ঝরা প্রেম- তবুও অপেক্ষা
এতটুকু আশ্বিন কিংবা চাদর মোড়ান প্রেম;
এসো বজ্রপাতের মতো আশ্বিনে প্রতিময় শেম।


০৩ আশ্বিন ১৪২৬, ১৮ সেপ্টেম্বর ১৯
------------------------------------